Hot Posts

6/recent/ticker-posts

বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো

বিশ্বায়নের প্রকৃতি: 

বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো.

বিশ্বায়ন কোন নতুন ধারণা নয়। বিশ্বায়ন একটি আন্তর্জাতিক প্রক্রিয়া যা বহু পূর্বেও আন্তর্জাতিক ক্ষেত্রে বজায় ছিল। বিশ্বায়ন প্রক্রিয়াকে নতুনভাবে প্রয়োগের কাজ গত শতাব্দীতে, বিশেষত ১৯৯০ এর পর শুরু হয়। রোল্যান্ড রোবার্টসন এর মতে বিশ্বায়ন এক নতুন বিশ্বব্যবস্থা (New World Order) প্রসারের ধারণার সঙ্গে জড়িত। পুজির অবাধ চলাচল, মুক্তবাজার অর্থনীতি, উদারীকরণ ও বেসরকারিকরণ প্রভৃতি ধারণা সঙ্গে বিশ্বায়ন ঘনিষ্ঠভাবে সংযুক্ত। বিশ্বায়নের প্রকৃতিকে মূলত যে সমস্ত দিক থেকে আলোচনা করা যেতে পারে সেগুলি হল-
1. অর্থনৈতিক দিক:
বিশ্বায়ন প্রক্রিয়ার মূল ভিত্তি হলো তার অর্থনৈতিক প্রকৃতি। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF), বিশ্ব ব্যাংক (World Bank) এবং গ্যাঁট চুক্তির পরবর্তী পর্যায়ে গঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা( WTO) অর্থনৈতিক বিশ্বায়নের প্রক্রিয়াকে বাস্তবায়িত করে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান দিকগুলির মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্যের দ্রুতপ্রসার, লগ্নিপুজির আদান-প্রদান, বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মধ্যে অভিগমন ও নির্গমন, এক দেশ থেকে অন্য দেশে অর্থ ও অন্যান্য বিনিময় মাধ্যমে সঞ্চালন, বহুজাতিক বাণিজ্য সংস্থার অবাধ বাণিজ্য ও বিনিয়োগ, বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তির আদান-প্রদান, আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও তথ্যমাধ্যমের বিস্তার প্রভৃতি। 
2. রাজনৈতিক দিক: 
রাজনৈতিক দিক থেকে বিশ্বায়ন জাতি রাষ্ট্রের সংকট সৃষ্টি করেছে বলে অনেকে মনে
করেন। জাতি রাষ্ট্রগুলির সাবেগী চূড়ান্ত রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণা বিশ্বায়নের যুগে বহুলাংশে অচল হয়ে পড়েছে। বিশ্বায়ন জাতির রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতাকে খর্ব করে রাষ্ট্রকে একটি বাজার কেন্দ্রিক সংগঠনে পরিণত করেছে। অবশ্য জাতির রাষ্ট্রের সম্পূর্ণ বিলোপ সাধন বা বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার কোন কর্মকাণ্ড বিশ্বায়নে দেখা যায় না। অধ্যাপক হলটন তার globalization and the nation state শীর্ষক রচনায় জাতি রাষ্ট্রের উপর বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করতে গিয়ে বলেছেন- জাতি রাষ্ট্রগুলি যে পৃথিবীতে বাস করে তার পরিবর্তন ঘটে চলেছে। বিশ্বায়ন হলো এই পরিবর্তনের একটি প্রধান উৎস। বিশ্বনের বিভিন্ন দিক জাতি রাষ্ট্র গুলির ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের পরিবর্তন সাধন করেছে। এই ধরনের পরিবর্তন নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রের চরম সার্বভৌমত্বের চিরাচরিত ধারণার অবসান ঘটাতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ