1. যুক্তিবিজ্ঞান কাকে বলে?
উত্তর: যুক্তি বিজ্ঞান হলো বৈধ চিন্তার নিয়মাবলী সম্পর্কীয় বিজ্ঞান। এর ইংরেজি প্রতিশব্দ Logic, যেটি ল্যাটিন শব্দ Logos থেকে উদ্ভূত হয়েছে। Logos এর অর্থ চিন্তা। সুতরাং ব্যুৎপত্তিগত দিক থেকে Logic শব্দের অর্থ চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান।
2. যুক্তিবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে?
উত্তর: যুক্তিবিজ্ঞান প্রধানত এমন কতগুলি সূত্র বা বিধি নিয়ে আলোচনা করে, যে গুলির দ্বারা বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে পৃথক করা যায়।
3. যুক্তি বিজ্ঞানের কাজ কি?
উত্তর: যুক্তিবিজ্ঞান অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও বিধিগুলি সম্পর্কে আলোচনা করে।
4. তর্কবিদ্যা কি নিয়ে আলোচনা করে?
উত্তর: চিন্তার আদর্শ হলো সত্যতা। তর্কবিদ্যা এই সত্যতা সম্বন্ধে আলোচনা করে।
5. তর্ক বিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কি?
উত্তর: উৎপত্তিগত অর্থে তর্কবিদ্যা হল, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান।
6. তর্কবিদ্যাকে চিন্তা বা বুদ্ধির মূল নীতিসমূহের বিজ্ঞান রূপে কারা অভিহিত করেছেন?
উত্তর: ডেভিড হিউম এবং ইমানুয়েল কান্ট।
7. নীতিবিদ্যা কি নিয়ে আলোচনা করে?
উত্তর: আচরণের আদর্শ হলো শিব বা কল্যান। নীতিবিদ্যা এই শিব বা কল্যাণ সম্পর্কেই আলোচনা করে।
8. মানুষের জীবনে তিনটি পরম আদর্শ কি কি?
উত্তর: মানুষের জীবনে তিনটি পরম আদর্শ হলো-সত্য, শিব ও সুন্দর।
9. যুক্তি কাকে বলে?
উত্তর: যুক্তি হল বচন সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয়।
10. যুক্তির অবয়ব কাকে বলে?
উত্তর: যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয়, তাদেরকে বলা হয় যুক্তির অবয়ব।
0 মন্তব্যসমূহ