Hot Posts

6/recent/ticker-posts

অধ্যায়-যুক্তি,দর্শন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর

অধ্যায়-যুক্তি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর

দু-একটি বাক্যে উত্তর দাও:

1. যুক্তির আকার কাকে বলে? 

উত্তর: একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে যখন কোনো যুক্তি গঠন করে, তখন সেই যুক্তির গঠন বিন্যাস বা কাঠামো বিন্যাসকেই যুক্তির আকার বলা হয়। 

2. যুক্তি কাকে বলে? 

উত্তর: ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলা হয়। 

3. অনুমান কি? 

উত্তর: হনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া, যা সাহায্যে এক ভাই একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্যকে জানা যায়। 

4.অনুমান ও যুক্তির পার্থক্য কি?

উত্তর: অনুমানের ক্ষেত্রে আমরা এক ভাই একাধিক যুক্তিবাক্য দিয়ে স্বরূপ করি এবং তারপর ওইসব যুক্তিবাক্য দ্বারা সমর্থিত হয়ে একটি সিদ্ধান্তে উপনীত হই।

 অন্যদিকে যুক্তির ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দিয়ে তর্ক শুরু করি এবং সিদ্ধান্তটি যেসব যুক্তিবাক্যের দ্বারা সমর্থিত হতে পারে সেগুলিকে খুঁজে বের করি।

5. অনুমানের সঙ্গে যুক্তির সম্পর্ক কি? 

উত্তর: অনুমান একটি মানসিক প্রক্রিয়া। এই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয়, তখন তা যুক্তিতে পরিণত হয়। 

6. অনুমান ও যুক্তির মধ্যে কোনো পার্থক্য আছে কি?

উত্তর: হ্যাঁ, অনুমান হলো মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ।

7. আধুনিক যুক্তিবিজ্ঞানের জনক কে?

উত্তর: জর্জ বুল।

8. চিন্তন প্রক্রিয়ার অঙ্গ দুটি কি কি?

উত্তর: অনুমান ছাড়াও চিন্তন প্রক্রিয়ার অপর দুটি অঙ্গ হল-ধারণা ও অবধারণ।

9. যুক্তির প্রকৃত পরিচয় কিভাবে লাভ করা যায়?

উত্তর: যুক্তির আকারের মাধ্যমে।

10. একটি যুক্তি ও তার আকার লেখো?

উত্তর: যুক্তি- সকল মানুষ হয় চোর

=> কোন কোন চোর হয় মানুষ। 

যুক্তির আকার- সকল S হয় P

=> কোন কোন P হয় S.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ