Hot Posts

6/recent/ticker-posts

অধ্যায়- যুক্তি, দর্শন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর

অধ্যায়-যুক্তি, দর্শন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর

দু-একটি বাক্যে উত্তর দাও:

১.যুক্তির প্রতীকী বা সংকেতিক কাঠামো কে কি বলে?

উত্তর: যুক্তির আকার।

২.প্রতিটি যুক্তি কি কি অংশ নিয়ে গঠিত হয়?

উত্তর: প্রতিটি যুক্তি দুটি অংশ নিয়ে গঠিত হয়- ১. হেতুবাক্য বা আশ্রয় বাক্য এবং ২. সিদ্ধান্ত।

৩.হেতুবাক্য কাকে বলে?

উত্তর:যে বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে হেতু বাক্য বলা হয়।  

৪. যুক্তির আশ্রয় বাক্যকে কি বলা হয়? 

উত্তর: যুক্তির আশ্রয় বাক্যকে হেতুবাক্য বা যুক্তিবাক্য বলা হয়।

৫. হেতুবাক্যের অপর নাম কি?

উত্তর: হেতুবাক্যকে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য বলা হয়। 

৬. যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলা হয়? 

উত্তর: যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয়, তাকে সিদ্ধান্ত বলা হয়। 

৭. যুক্তি বিজ্ঞানের সুতারাং শব্দটি কিসের নির্দেশক?

উত্তর: যুক্তির সিদ্ধান্তের নির্দেশক। 

৮. সিদ্ধান্ত বলতে কী বোঝো? 

উত্তর: কোন যুক্তিতে হেতু বাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয়, তাকে সিদ্ধান্ত বলা হয়। 

৯. যুক্তির আকার বলতে কী বোঝো? 

উত্তর: একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলা হয়।

১০. নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? 

উত্তর: যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বিন্যাস কে নিবেশন দৃষ্টান্ত বলা হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ